মা


মারিয়াম রহমান , আপডেট করা হয়েছে : 14-05-2022

মা

মা আমি তোমার খুব আদরের মেয়ে, অসুস্থ হলে মাথার কাছে থাকতে অপলক চেয়ে।

এইতো কদিন আগেও খুব বকেছো আমায়, আজ কেন জলপট্টি দিচ্ছো আমার মাথায়।

ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, বৃদ্ধ হলে মা তুমি আমারই আমানত।

বাজানের হাত থেকে চকোলেট পেয়ে আমি হতাম শান্ত, সংসারের ঘানি টানতে টানতে হতো না সে কান্ত।

তোমার দেখা পাই না মাগো আঁখি ছলছল, বাজান আমার ছেড়ে গেছে বছর কয়েক হলো।

বাজান বাজান ডাকি কত আর না সে আসে, মা মা করে তোমাকেও পাই না নয়ন জলে ভাসে।

দূর দেশে থাকি মাগো কেউ না লয় খবর, তোমার মতো করে আর কেউ কওে না আদর। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)