হাতছাড়া


দলিলুর রহমান , আপডেট করা হয়েছে : 14-05-2022

হাতছাড়া

একদল বিজ্ঞানী বসেছে সানফ্রান্সিসকোয় সিলিকন ভ্যালে

এরা এসেছেন একডজন দেশ থেকে

তাদের কথাবার্তা ভীষণ ভারী

তাদের শব্দেরা লম্বা তীক্ষ্ম

এরা কারা?

কেমিস্ট ফিজিসিস্ট ইঞ্জিনিয়ার

যারা ঘুরিয়ে দেয় পৃথিবীর মুখ

যারা সময়কে করে আপ অ্যান্ড ডাউন

অলৌকিক এদের মতা

কী হবে কালকের সেমিকন্ডাক্টর

কখন মানুষের মগজে একটি চিপ ঢোকানো যাবে

তারপর?

সব কম্পিউটার টেলিফোন টেলিভিশন

গাড়ির ড্রাইভার প্লেনের পাইলট রেলের চালক 

সবই আবর্জনার মতো নিিেপত হবে

শুধু মানুষের মাথায় একটি চিপ

আজকে যেমন হাতে একটি ফোন

আর সেদিন হাতের কোনো দরকার নেই

তাহলে মানুষও কি গজাবে হাতছাড়া?



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)