দুঃখের পিণ্ড


শরিফুজ্জামান পল , আপডেট করা হয়েছে : 14-05-2022

দুঃখের পিণ্ড

একটা দুঃখের পিণ্ড আলোকিত হৃদয়ের টিকলি হয়ে

নীল আকাশে উড়াউড়ি করে

স্বাধীন বুলবুলি পাখির মতো

মুক্তভাবে ডানা মেলে নাচে 

রঙিন ফানুস উড়ায়। 

নতুন জাল বোনে বারবার 

পরাজয়ের গ্লানি মুছে শতবার

জমানো মেঘের কুটিরে দুঃখের পিণ্ডটা

ােভ আর অভিমানে হঠাত

বৃষ্টি হয়ে অভিমানে ঝরে পড়ে।

কেউ জানুক বা না জানুক

মনের দুয়ারহীন খোয়াড়ে 

রুপালি রাতের আলোয় 

মুক্তো হয়ে লুকিয়ে থাকে গহীন বনে।

শীতলপাটির মতোই শান্তিতে ঘুমপাড়ায়

সুখের বায়োস্কোপ দেখায়।

স্বপ্ন দেখায় স্বপ্নের দুনিয়ায়

সংকটেই বের করে নতুন পথ

নতুন সমাধান, নতুন জীবন

দুঃখের পিণ্ডটাই অসীম আপন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)