মানুষ ঊর্ধ্বে


সুজন দাশ , আপডেট করা হয়েছে : 14-05-2022

মানুষ ঊর্ধ্বে

সৌহার্দ্য সম্প্রীতি প্রেম ভালোবাসা,

মানুষকে দেয় মনে বাঁচার আশা!

যত পারো অন্তরে দাও তারে স্থান,

মানুষকে দিতে শেখো মানুষের মান।


নাও বুকে থাকো দুখে দাও প্রাণে বল,

মনে রেখো মানুষের নেই কোনো দল।

ধর্ম-বর্ণ নেই, নেই জাতপাত,

স্রষ্টা সবার এক সবে এক জাত।


ভেদ করে জেদটারে যদি পুষো মনে,

অশান্ত হবে মন ডেকে নেবে রণে!

হিংসা হিংসা আনে দ্বেষ থেকে দ্বেষ,

ডুববে মহত্ত¡ যত দয়া-মায়া শেষ।


রেষারেষি ঘেঁষাঘেঁষি দেয় মনে পাপ,

কলুষতা ঘিরে প্রাণে বাড়ে শোকতাপ!

বিশ্বাসে ধরে চিড় বাড়ে মনে ক্রোধ,

শ্রদ্ধা থাকে না কারো কমে যায় বোধ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)