অ্যাটাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-01-2024

অ্যাটাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাবের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০ ডিসেম্বর আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাবের দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ২০২৪-২০২৫ সালের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ। মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মেঘনা ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. এম রহমান।

অভিষিক্তরা হলেন-সভাপতি কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ-সভাপতি রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল্স’র স্বত্বাধিকারী সামসুদ্দিন বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিলা এয়ার ট্রাভেল্সের স্বত্বাধিকারী মো. এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাংকর ট্রাভেলসের স্বত্বাধিকারী এ এস এম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএস ট্রাভেল্স’র স্বত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরি সদস্য ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র স্বত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেল্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেল্সের স্বত্বাধিকারী মো. কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই ইন্কের স্বত্বাধিকারী রূপক বড়–য়া।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি মোহাম্মদ সেলিম হারুন বলেন, আমাদের প্রথম কাজই হবে উন্নতমানের গ্রাহক সেবা নিশ্চিত করা। সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ বলেন, অ্যাটাবের সদস্যভুক্ত কোন ব্যবসায়ির বিরুদ্ধে টিকিট বিক্রিতে কোন অনিয়মের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ)।

উল্লেখ্য, ট্রাভেলস এজেন্সি মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহকসেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সবর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমেরিকান ট্রাভেলস এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)