জিতেছে মেনন হেরেছে ইনু কাদের সিদ্দিকী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-01-2024

জিতেছে মেনন হেরেছে ইনু কাদের সিদ্দিকী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরেছে কাদের সিদ্দিকী ও হাসানুল হক ইনু। তবে বিপুল ভোটে জিতেছে রাশেদ খান মেনন।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ খান মেনন। বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার নাতী স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।   


 মেনন এক চেটিয়া ভোট পেয়েছেন উজিরপুরে। এখানে নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।   
প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন।


টাঙ্গাইল ৮ (সখীপুর বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।


অপরদিকে কুষ্টিয়া ২ আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)