১৯৯ এ আউট এ্যাঞ্জেলো ম্যাথুস


বিশেষ প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 16-05-2022

১৯৯ এ আউট এ্যাঞ্জেলো ম্যাথুস

চট্টগ্রাম টেষ্ট

দ্বিতীয় দিন শেষে- 

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৯৭/১০ (১৫৩ ওভার), এ্যাঞ্জেলো ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, নাঈম হাসান ৬/১০৫,সাকিব ৩/৬০।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৬/০ (১৯ ওভার) , তামিম ৩৫ ব্যাটিং, জয় ৩১ ব্যাটিং। 


এ্যাঞ্জেলো ম্যাথুসের ১ রানের কষ্টটা সহসাই যাবে বলে মনে হচ্ছেনা। ৩৯৬ বল পর্যন্ত খেলে সফল ছিলেন। নিজের স্কোরটা নিয়ে গিয়েছিলেন অন্য এক মাইলফলকে। ১৯৯। কষ্টটা এক রানের। দীর্ঘক্ষন খেলে উইকেট ও বোলারদের সঙ্গে মানিয়ে নেয়া লঙ্কান এ ব্যাটসম্যান ১ রান করতে পারবেন না এটা কেউ ভাবেনি। টেষ্টম্যাচই তো। তাড়াও ছিলনা। তবু নার্ভাসে পরেছিলেন এ ব্যাটসম্যান। আউট হয়ে যান তিনি ওই মুহুর্তে নাঈম হাসানের বলে।

 ডাবল সেঞ্চুরী হলোনা তার বাংলাদেশের বিপক্ষে। ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরী নেই, এটা ঠিক নয়। ২০২০ সনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল পেয়েছিলেন এ অলরাউন্ডার। দ্বিতীয়টি পেতে পেতেও পেলেন না। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এটা তার প্রাপ্য ছিল। লঙ্কান ইনিংসটা টেনে তোলার দায়ভারটা ছিল তার কাধেই। তিনি নিয়ে গেছেন চ্যালেঞ্চিং ৩৯৭ তে।

ওই রান করতে ১ ছক্কা ও ১৯ টি চারের মার দিয়ে সাঝিয়েছেন তিনি ইনিংস। অণ্য ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ চান্দিমাল করেছেন ৬৬ রান। আর কেউই সেভাবে পারেননি দ্বায়িত্ব নিতে। 

খেলবোনা বলে আবার খেলতে নেমে অনেকটা বিনা প্রস্ততি স্বত্বেও সাকিব নিয়েছেন তিন উইকেট। করেছেন প্রশংসনীয় বোলিং/ছবি সংগৃহীত 


বাংলাদেশের বোলারদের সামনে সবাই বিপর্যস্ত। বিশেষ করে দুই স্পিনার নাঈম হাসান ও সাকিব আল হাসান। দু’জনই এ ম্যাচে ফিরেছেন। এরমধ্যে নাঈম নিয়েছেন ৬ উইকেট। সাকিব তিনটি। শেষ সেসনে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ ১৯ ওভারে বাংলাদেশও ভালই জবাব দিয়েছেন। বিশেষ করে কোনো উইকেট না হারিয়ে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় করেছেন ৭৬ রান। এখনও বাংলাদেশ ৩২১ রান পিছিয়ে প্রথম ইনিংসে। 

এর মধ্যে তামিম ৫২ বলে ৩৫ ও জয় করেছেন ৬৬ বলে ৩১। আজ ম্যাচের তৃতীয় দিন। সকালে জহুর আহমেদে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামবেন ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান তামিম ও জয়। 

উল্লেখ্য, লঙ্কান ইনিংসে বাংলাদেশী বোলারদের মধ্যে নাঈম ৬ উইকেট নিয়েছেন ১০৫ রান দিয়ে। তার বোলিং বিশ্লেষন ৩০-৪-১০৫-৬। এছাড়া সাকিব ৩৯-১২-৬০-৩। তাইজুল করেছেন ৪৮ ওভার। ১০৭ রান দিয়ে তিনি নেন এক উইকেট।   



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)