’আমরা আর মামুরা’ মিলে সরকার একটা নির্বাচন করেছে: রিজভী


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-01-2024

’আমরা আর মামুরা’ মিলে সরকার একটা নির্বাচন করেছে: রিজভী

‘একতরফা’ ভোট করে সরকার জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণের ভোট নিয়ে তারা ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। গত ৯ জানুয়ারি মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে লিফলেট বিতরণকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কথা বলেন। 

তিনি বলেন, ’আমরা আর মামুরা’ মিলে সরকার একটা নির্বাচন করেছে। সেই নির্বাচনেও দেখা গেছে, ভোট কেন্দ্রে ভোটার নেই, ভোট কেন্দ্র শূন্য, নিজেরা নিজেরা সিল মারছে, বিভিন্ন জায়গায় নিজেরা নিজেরা মারামারি করেছে, সহিংসতা ঘটিয়েছে, একজন আরেকজনেক খুন করেছে, আহত করেছে। এভাবে ভোট করে তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা (সরকার) জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। একটা একদলীয় নির্বাচন করে সরকার যতই আত্মতৃপ্তি পাক না কেনো জনগণ এই ভোট স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে।

রিজভী বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছে এই কারণে যে তারা সরকার ভয়-ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারির ভোট বর্জন করেছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, জনগণের ভোটের অধিকার না ফেরানো পর্যন্ত আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন আছি, রাজপথে আন্দোলনে থাকবো। অবশই জনগণের ভোটের অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠা করব। রিজভী সকাল সাড়ে ৭টায় কমলাপুল রেলওয়ে স্টেশনের সামনে নেতা-কর্মীদের নিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দির মুক্তির দাবি সম্বলিত লিফলেট পথচারী, রিকশা চালকসহ যাত্রীদের হাতে তুলে দেন।

এ সময়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আরিফা সুলতানা রুমা, নিলুফার ইয়াসমীন নিলু, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, যুবদলের কামরুজ্জামান জুয়েলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)