নিউজার্সিতে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমামকে হত্যা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-01-2024

নিউজার্সিতে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমামকে হত্যা

নিউজার্সির নিউইয়র্ক শহরে একজন মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৩ জানুয়ারি বুধবার ভোর ৬টায় ফজর নামাজের ঠিক পরে কে বা কারা ‘মসজিদ মুহাম্মদ’-এর ইমাম হাসান শরীফকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, মসজিদ গেট থেকে দশ ফুট দূরে পার্কিং লটের ভেতর ইমামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার কোমরে ও বাম উরুতে কয়েকটি গুলির জখম ছিল। আহত অবস্থায় ইমামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজার্সি পুলিশ বলেছে সাম্প্রতিককালে আমেরিকায় হেইট ক্রাইম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এই ঘটনাটি হেইট ক্রাইম কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সিসি টিভি ক্যামেরা সার্চ করে এক ব্যক্তিকে ওই সময়ের পূর্বে পার্কিং লটে ঢুকতে এবং বের হতে দেখা গেছে। বিস্তারিত তদন্তের পরে মোটিভ সম্পর্কে জানানো হবে বলে পুলিশ বলেছে।

ইমাম হাসান শরীফ কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তি। তিনি নিউইয়র্ক লিবার্টি এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্ট (টিএসএ) হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)