পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-01-2024

পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

টানা পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘মেডিক্যাল বোর্ডর সিদ্ধান্তে ম্যাডাম বাসায় যাচ্ছেন। তবে তার চিকিতসা এখন বোর্ড বাসায় গিয়ে করবেন।”

গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত রয়েছে।

গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানকার বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড এর অধিনে বিএনপি চেয়ারপারসন চিকিতসাধীন ছিলেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভোগছেন।





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)