বাম জোটের ঘেরাও কর্মূসূচিতে পুলিশের বাধা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-05-2022

বাম জোটের ঘেরাও কর্মূসূচিতে পুলিশের বাধা

বাম জোটের ঘেরাও কর্মূসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় লাঠিচার্জে বাম জোটের অনেক নেতা-কর্মী আহত হন। তেলসহ নিত্যণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, সিন্ডিকেট-মজুতদারদের বিচার, সারাদেশে সার্বজনীন রেশনিং চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোট আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ বিক্ষোভ মিছিল ও বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করতে যায়। মিছিল জিরো পয়েন্ট হয়ে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে মিছিল জিরো পয়েন্টে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

এ সময় পুলিশ বাম জোটের নেতাকর্মীদের লাঠিচার্জ করে। লাঠিচার্জে বাম জোটের অনেক নেতা-কর্মী আহত হন। জিরো পয়েন্টের মোড়ে পুলিশি বাধা ও লাঠিচার্জের পরে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক আবদুস সাত্তার পুলিশি আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। সারাদেশে আন্দোলন অব্যাহত থাকবে। বাম জোটের আহ্বানে একই দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশে হয়েছে। 

এর আগে জাতীয় প্রেক্লাবের সামনে বাম জোটের সমন্বায়ক বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম।  সমাবেশে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীরা কথা রাখেনি, অথচ ঈদের পর অফিস খোলার প্রথম দিন সরকার ব্যবসায়ীদের দেওয়া কথা রেখেছে। তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে।  নেতৃবৃন্দ বলেন, তেল মজুত, ঠিকমত সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রি করার জন্য যেখানে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা সেখানে দাম বাড়িয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে। নেতৃবৃন্দ ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর অপসারণ ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। 

নেতৃবৃন্দ বলেন, বিকল্প বাজার ব্যবস্থা ছাড়া ব্যবসায়ীদের সাথে অনুনয়-বিনয় করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে তেলসহ নিত্যপণ্য আমদানি, মজুত গড়ে তোলা এবং সারাদেশে সার্বজনীন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। 

নেতৃবৃন্দ ঘোষণা দিয়ে টিসিবি’র গাড়ি চালুর কথা বলে বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটার মধ্য দিয়ে সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করলেন।  নেতৃবৃন্দ দুর্নীতিমুক্তভাবে ফ্যামিলি কার্ডের সংখ্যা অন্তত তিন কোটি, পণ্যের সংখ্যা বাড়ানো ও ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছানোর দাবি জানান। 

নেতৃবৃন্দ বলেন, সরকারের দুঃশাসনের অবসানের আন্দোলনের সাথে বিদ্যমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করবে বাম জোট। নেতৃবৃন্দ বলেন, নীতিনিষ্ঠ অবস্থানে থেকে বাম জোট তার আন্দোলন অব্যাহত রাখবে। এসব দাবিতে অন্যান্য শক্তিকে মাঠে নামার আহ্বান জানিয়ে তারা বলেন, যার যার অবস্থান থেকে রাজপথে নামুনÑআওয়ামী ফ্যাসিবাদী দুঃশসনের অবসান ঘটান। 




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)