তামিমের সেঞ্চুরীতে ড্রাইভিং সিটে বাংলাদেশ


বিশেষ প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-05-2022

তামিমের সেঞ্চুরীতে ড্রাইভিং সিটে বাংলাদেশ

দ্বায়িত্বপুর্ন ব্যাটিংয়ে চট্টগ্রাম টেষ্টের ড্রাইভিং সিটে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও স্বাগতিকরা পিছিয়ে ৭৯ রানে। কিন্তু ওটা এখন আলোচনার বিষয় নয়। বাংলাদেশ প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৩২৮ রান তিন উইকেট হারিয়ে।

ওপেনার তামিম ইকবালের অসাধারন ব্যাটিংয়ে এ অবস্থায় যেতে সহায়তা করেছে দলকে। তামিম সেঞ্চুরী করেছেন। ১৩৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। ক্রিজে রয়েছেন দুই সেট ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস। ৯৮ রানের পার্টণারশীপ তাদের। কাল চতুর্থ দিনে এরা আবার ব্যাটিংয়ে নামবেন।

ব্যাটিং প্যারাডাইসে শ্রীলঙ্কার বোলারদের করার ছিলনা কিছুই। বাংলাদেশের বোলাররা তাদের অলআউট করে বরং কৃতিত্ব নিলেও সে তুলনায় বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। সারাদিনে তিন উইকেট নিতে পেরেছে। এর অর্থ টসে জিতে চতুর্থ ইনিংসে যে ব্যাটিং করানোর সুযোগ ছিল বাংলাদেশকে, সেটা বোধহয় আর হচ্ছেনা। কারন বাংলাদেশ চতুর্থ দিনে অনাবধ্য ব্যাটিং করে যাবে।

হাফ সেঞ্চুরীর পর মুশফিক, চতুর্থ দিনে আবার নামবেন ব্যাটিংয়ে/ছবি সংগৃহীত 


এবং শ্রীলঙ্কার উপর চাপ তৈরীর জন্য সুযোগ পেলে যতটা রানের বোঝা দেয়া যায় সেটাই করবেন। ইনিংস ডিক্লেয়ার কিংবা ধীরলয়ে ব্যাটিংয়ের বোধহয় করবেন না। মুশফিক-লিটন ছাড়াও তামিম আবারও ফিরতে পারেন। সব মিলিয়ে প্রথম ইনিংসে বড় একটা স্কোরের দিকেই যাওয়ার আপাতত লক্ষ্য। অবশ্য আজ প্রথম সেসন বা দ্বিতীয় সেসনে ব্যাটসম্যানরা কতটা দ্বায়িত্ব নিতে পারেন সেটাও দেখার বিষয়। 

কাল আগের দিনের ৭৬/০ নিয়ে খেলতে নেমেছিলেন দুই ব্যাটসম্যান তামিম ও জয়। এরমধ্যে দলীয় ১৬২ রানে পার্টনারশীপের ব্রেক ঘটে। ৫৮ করে আউট হন জয়। এটা লাঞ্চের পরপরের ঘটনা। তামিমও সেঞ্চুরী পুর্ন করেন লাঞ্চের পর। ১৬২ বলে ১২ চারের সাহায্যে ওই রান করেন তিনি। চা বিরতি যাবার আগ পর্যন্ত বাংলাদেশ মোট তিন উইকেট হারায়। দলের রান ছিল তখন ২২০/৩। বাকী রান করেন তারা শেষ সেসনে। মুশফিক ও লিটন দারুণ লড়েছেন এ সেসনে। মুশফিক তার আত্ববিশ্বাস ফেরানো মিশনে ১৩৪ বল খেলে ৫৩ লিটন ১১৩ বল খেলে ৫৪ নিয়ে ব্যাটিংয়ে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)