জকিগঞ্জ সোসাইটির নির্বাচন কমিশন গঠন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-01-2024

জকিগঞ্জ সোসাইটির নির্বাচন কমিশন গঠন

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচন পরিচালনার জন্য (২০২৪- ২০২৫) তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। কমিশনের অপর দুই সদস্য হলেন বিলাল চৌধুরী ও সৈয়দ আতিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সব কর্মকাণ্ড পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি সাংবাবিধানিক কোনো পরিবর্তনের বিষয় আসে, তাহলে সেটা উপদেষ্টা পরিষদের মতামতের ভিত্তিতে করবেন।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা জহিরুল ইসলাম, গিয়াস মজুমদার এবং এমাদ উদ্দিন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)