মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর


মিশিগান প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-01-2024

মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর

হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে গত ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বসে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর। রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রূপু অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর অর্পিতা সেন ও মৃত্তিকা সরকারের চমৎকার যৌথ নৃত্যের মাধ্যমে উৎসব উদ্বোধন হয়। পরে মিশিগান বাংলা থিয়েটারের হয়ে রম্যনাটক ও সংগীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব শর্মি, পরেশ দেবনাথ। সদ্য প্রয়াত উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের দিকপাল ওস্তাদ রাশিদ খানকে বাংলা থিয়েটার তথা উৎসবের পক্ষ থেকে আবেগাপ্লুত শ্রদ্ধা জানান মিশিগান বাংলা থিয়েটারের সভাপতি হারান কান্তি সেন। পরে হলভর্তি দর্শকের মুহুর্মুহু করতালির মধ্যে একে একে সংগীত পরিবেশন করেন আসমা আখতার, সৈয়দ শাফি, নদী, মোহাম্মদ আমজাদ, ডিøবয় হিমেল, ইক্কি গা, সিলেট মেইড প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের প্রথম প্রিন্ট সংবাদপত্র বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, হ্যামট্রামিক সিটি মেয়র প্রো-টেম আবু মোহাম্মদ মুসা। মধ্যরাত পর্যন্ত উৎসবের শেষ পর্বে শিল্পীদের মধ্যে সম্মাননা ও পদক প্রদান করেন আয়োজনের গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ, আয়োজক ইকবাল হোসেইন, হিমেল হোসেইন প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)