৫৩ হাজার ১১৫ জনের হজ্ব নিবন্ধন,ফাঁকা রইলো ৭৪ হাজারের বেশী


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 18-01-2024

৫৩ হাজার ১১৫ জনের হজ্ব নিবন্ধন,ফাঁকা রইলো ৭৪ হাজারের বেশী

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধনের তৃতীয় দফায় সময় বৃদ্ধি করেও সাড়া মেলেনি হজ্বযাত্রীদের। নিবন্ধনের তৃতীয় দফার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ৮টায়। এতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছে ৫৩ হাজার ১১৫ জন। এতে করে এবার আসন ফাঁকা রয়েছে ৭৪ হাজার ৮৩ জনের। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার কোটা ছিল। সৌদি আরবের সঙ্গে হজ্ব চুক্তি অনুযায়ী ওই কোটা বাংলাদেশের। কিন্তু সেটা পূরনে ব্যর্থ বাংলাদেশ এবার। জানা গেছে এ সময় আর কোনোভাবেই বাড়বে না।


গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ্ব নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ্ব নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না।  


এবার সরকারি ব্যবস্থাপনায় হজ্ব  এ যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য ১ লাখ ৪ হাজার ১৬০ টাকা কমানো হয়েছে, তবুও বর্তমান হজ প্যাকেজের মূল্যকে অনেক বেশি মনে করছেন হজে যেতে আগ্রহীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)