টাইমস স্কয়ারের বর্ষবরণের ঘোষণা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-01-2024

টাইমস স্কয়ারের বর্ষবরণের ঘোষণা

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এবারও বর্ণাঢ্যভাবে বাংলা সনের প্রথম দিনে বরণ করে নেওয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। চলছে তার ব্যাপক প্রস্তুতি। জ্যাকসন হাইটসের নেপালী বাঞ্চা ঘরে এ উপলক্ষে ২৪ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৫টায় বর্ষবরণ অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা করা হবে। হবে প্রথম মহড়ার। এটি পরিচালনা করবেন মহীতোষ তালুকদার তাপস। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই বর্ষবরণে শতাধিক শিল্পী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন।

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, এবারো বাংলা নতুন বছরের প্রথম দিন বরণ করে নেয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজনে থাকবে শত কণ্ঠে বর্ষবরণ, বৈশাখী মেলা এবং মঙ্গল শোভাযাত্রা। অনুষ্ঠানে গত বছরের পরিবেশনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এটি নির্মাণ করেছেন রহমান টিটো। গত বছর এই আয়োজনের আহ্বায়ক ছিলেন নৃত্য সারথী ও একুশে পদক প্রাপ্ত লায়লা হাসান। 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, গতবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বাংলা বর্ষবরণ করে আমেরিকান প্রবাসী বাঙালিরা যে ইতিহাস সৃষ্টি করেছে তা অনন্য। এবার এই আয়োজন আরো ব্যাপক আকারে হবে বলে আশা করছি। নিউইয়র্কের সক্রিয় ও প্রগতিশীল সংগঠনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)