আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-02-2024

আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর

একযোগে আমিন,আমিন ধ্বনিতে প্রকম্পিত টঙ্গী ইজতেমা মাঠ ও তার আশপাশ। প্রথম পর্বের সমাপ্তিতে আখেরি মুনাজাতে ওই আমিন আমিন ধ্বনি। আজ রোববার সকাল ৯ টায় শুরু হয় মুনাজাত। এতে মুসলমানদের ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা।
 
এর আগে ফজরের নামাজ শেষে চলে ইজতেমায় অংশ নেয়াদের জন্য বয়ান। উর্দু ও আরবিতে বয়ান করেন পাকিস্তান থেকে আগত ইজতেমায় যোগ দানকারী মাওলানা জিয়াউল হক। হেদায়েতি বয়ান শেষে সকাল সাড়ে আটটার দিকে নসিহত মূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সকাল ৯টায় শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা জুবায়ের।


মুনাজাতে অংশ নিতে আগের রাত থেকেই ইজতেমা এলাকায় অবস্থান গ্রহন শুরু করে মানুষ। ফজরের নামাজের পর মানুষের ঢল নামে ইজতেমা মাঠ পানে। প্রথম পর্ব শেষে মুসল্লীরা ইজতেমার বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ছুটবেন নিজ এলাকা বা তাদের জন্য দেয়া নির্দেশিত অঞ্চল পানে।
দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে শীগ্রই। তার আগে প্রথম পর্ব আয়োজনকারীগন দ্রুত ছেড়ে দেবেন মাঠ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)