আকাশে অসুস্থ পাইলট নিরাপদে বিমান নিয়ে অবতরণ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-05-2022

আকাশে অসুস্থ পাইলট নিরাপদে বিমান নিয়ে অবতরণ

যুক্তরাষ্ট্রের ফোরিডার আটলান্টিক উপক‚লে একটি ছোট বিমানের পাইলট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিমান চালানোর কোনো অভিজ্ঞতা না থাকা এক যাত্রী জরুরি রেডিও বার্তা পাঠান। শেষ পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সহযোগিতায় তিনি নিরাপদে বিমানটি অবতরণ করতে সম হন।

লাইভএটিসিডটনেট নামের একটি ওয়েবসাইট এয়ার ট্রাফিক কন্ট্রোল কমিউনিকেশন সম্প্রচার ও সংরণ করে। এই ওয়েবসাইটে ওই যাত্রী ১০ মে সন্ধ্যায় বলেন, আমি গুরুতর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার পাইলটের মাঝে অসঙ্গতি দেখা দেয়। বিমান চালানোর কোনো ধারণা আমার ছিল না। তিনি জানান, তার জরুরি রেডিও বার্তায় সাড়া দেন ফোর্ট পিয়ের্সের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। জিজ্ঞেস করেন তিনি সেসনা ২০৮-এর ইঞ্জিন সম্পর্কে ধারণা রাখেন কিনা। জবাবে ওই যাত্রী বলেন, আমার কোনো ধারণা নেই। আমি আমার সামনে ফোরিডা উপক‚ল দেখতে পাচ্ছি। এছাড়া আমার কোনো ধারণা নেই। ফাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার সকালে বিমানটি উড্ডয়ন করে বাহামার মার্শ হারবর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এতে পাইলট ও দুজন যাত্রী ছিলেন। কর্তৃপ তাদের পরিচয় প্রকাশ করেনি।

কন্ট্রোলার ক্রিস্টোফার ফোরেস শান্তভাবে ওই যাত্রীকে ব্যাখ্যা করেন কীভাবে ডানার লেভের ধরে রেখে উপক‚লের দিকে এগোতে হবে। কন্ট্রোলার নিজের চোখে বিমানটি দেখার জন্য কয়েক মিনিট সময় লাগে। তিনি দেখতে পান এটি বোকা রাটনের উত্তর দিকে যাচ্ছে। এসময় ফোর্ট পিয়ের্সের কন্ট্রোলার যাত্রীকে সেলফোনের নম্বর চান যাতে করে পাম বিচ ইন্টারন্যাশনার এয়ারপোর্ট তার সঙ্গে যোগাযোগ করতে পারে। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার রবার্ট মরগ্যান কথা বলেন এবং যাত্রীকে বিমানসহ নিরাপদে বিমানটি অবতরণে সহযোগিতা করেন।

কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা মূল পাইলটকে সহযোগিতা করেন। কোনো যাত্রী আহত হননি। তাৎণিক পাইলটের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানাননি তারা। এক ভিডিও বার্তায় মরগ্যান বলেন, আমরা এমন কিছু কখনো দেখিনি। মনে হচ্ছিল আমি কোনো চলচ্চিত্রে আছি।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)