বিএনপির নতুন কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-02-2024

বিএনপির নতুন কর্মসূচি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  


নতুন কর্মসূচি হলো- ১৩, ১৪ ফেব্রæয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি।  
এর পর আগামী ১৬ ফেব্রæয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদজুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।  
এরপর আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রæয়ারি তিন দিনের কর্মসূচি রয়েছে লাগাতার। এর মধ্যে ১৭ ফেব্রæয়ারী শনিবার সকল জেলা শহরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।    
১৮ এবং ১৯ ফেব্রæয়ারী রবি ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচির অংশ বিশেষ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলবে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)