নতুন সরকারের ভয় এখনো কাটেনি : সাইফুল হক


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-02-2024

নতুন সরকারের ভয় এখনো কাটেনি : সাইফুল হক

‘নতুন সরকারের এক মাস পার হলেও তাদের ভয় কাটেনি। অজানা ভয় প্রতিনিয়ত সরকারকে তাড়া করে ফিরছে গত ১২ ফেব্রুয়ারি (সোমবার) সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যেও তা ধরা পড়েছে । সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারছে না তাও স্পষ্ট’ - কথাগুলো বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির সংগঠকদের সভায় এসব কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, সর্বগ্রাসী সামাজিক নৈরাজ্য দেশের যুবশক্তিকে বিনাশ করে চলেছে। যুব সম্প্রদায়ের অপার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসনে দেশের বিশাল যুবশক্তি এক আশাহীন-স্বপ্নহীন নিষ্ক্রিয় জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুবসমাজকে নৈতিক দিক থেকেও দুর্বল করে তাদের নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে। তিনি বলেন, যুব সম্প্রদায় সরকার ও সরকারি দলের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী হিসেবে থাকতে পারে না। জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই যুবাদের ধর্ম। তিনি যুব সম্প্রদায়কে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রামে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। 

বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া প্রমুখ। সভায় জাতীয় যুব কনভেনশনের লক্ষ্যে আগামী ১ মার্চ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)