জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন


দেশ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 21-02-2024

জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন। আটলান্টার নর্থসাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি.. রাজিউন)।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ওই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়সী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুরে আটলান্টার মুসলিম সেন্টারে জানাজার পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

নরসিংদী জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা গোলাম রহমানের ছেলে মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবাদ মানুষ হিসেবে পুরো উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)