বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষনা মার্চ থেকে কার্যকর


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-02-2024

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষনা মার্চ থেকে কার্যকর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্যের উর্ধগতি অব্যাহত। আসন্ন রমজানে সেটা নিয়ন্ত্রনের জন্য যখন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এরই মধ্যে বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। মার্চের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন দাম। আজ মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।


উল্লেখ্য, গত বছর তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ায় সরকার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)