তিনগুন ক্রয়ক্ষমতা বাড়লে মানুষ কী ট্রাকের পেছনে লাইন দেয়- মান্না


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 30-03-2022

তিনগুন ক্রয়ক্ষমতা বাড়লে মানুষ কী ট্রাকের পেছনে লাইন দেয়- মান্না

‘মন্ত্রীরা বলেন জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু অসুবিধা কি,  মানুষের তো ক্রয় ক্ষমতা বেড়েছে তিন গুণ। তিন  তিনগুণ জিনিসপত্রের দাম বাড়লে তাহলে মানুষ কেন টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয়। মানুষ তো দোকানে যেতে পারে’ কথাগুলো বলেছেন নাগরিক ঐক্যের আহববায়ক  মাহমুদুর রহমান মান্না।

 গতকাল মঙ্গলবার রাজধানী জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনদুর্ভোগ ও করণীয়’ শীর্ষ এই অনুষ্ঠান আয়োজন করেছিল সুজন অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক এর  মহানগর কমিটি। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন এ প্রসঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের আহববায়ক  মাহমুদুর রহমান মান্না।

 সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, প্যান্ট শার্ট পরে মধ্যবিত্ত মানুষ পন্য  নিচ্ছে উনার ওই বক্তব্যের কিছুদিন পরে দেখলাম টিসিবির পণ্য পিছনে শ’দুয়েক মানুষ দৌড়াচ্ছে এগুলো দুর্ভিক্ষের সিনেমায় দৃশ্য হিসাবে দেখানো হয়। ৫ থেকে ৬ ঘন্টা লাইনে দাড়িয়ে মানুষ পন্য পায় না। মান্না বলেন, বছরে ২ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। আর বাংলাদেশ ব্যাংক বলছে আমরা সম্প্রসারণমূলক মুদ্রানীতি করছি গত ১৩ বছর ধরে দেশে কোন ভোট হয়নি। সরকার ভোট ডাকাতি করে নিয়ে যায়। ডাকাত তো ডাকাতি করবেই, যত ডাকাত সব এক জায়গায়। এই ডাকাতেরা মিলে ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তা করছে। সুজনের গোলটেবিল বৈঠকে সুজন  সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রকেটের গতিতে উন্নয়ন হচ্ছে বলা হয়- রকেটের গতিতে উন্নয়ন ফলে মানুষ নিষ্পেষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে ন্যায্য অধিকার পাচ্ছিনা। অনুষ্ঠানে ক্যামেলিয়া চৌধুরী বলেন, এদেশের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন তবে জায়গামতো গিয়ে তারা অসচেতন। 

বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ সহ-সভাপতি এসএম নাজমুল হুসাইন। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)