খান’স নতুন প্রজন্মের স্বপ্ন সিঁড়ি তৈরি করে দিচ্ছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-05-2022

খান’স নতুন প্রজন্মের স্বপ্ন সিঁড়ি তৈরি করে দিচ্ছে

নিউইয়র্কের স্পেশালাইড স্কুলগুলোতে বাংলাদেশি কমিউনিটির কোচিং সেন্টারগুলোর মধ্যে খান’স টিউটোরিয়ালের জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যান্য বছরের মতো এবারো খান’স টিউটোরিয়াল থেকে প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রী স্পেশালাইড স্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। প্রতি বছরের মতো এবারো খান’স টিউটোরিয়ালের উদ্যোগে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানটি গত ১৩ মে বিকেলে জ্যাকসন হাইটসের খান’স টিউটোরিয়ালের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, জ্যাকসন হাইটসের অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ, খান’স টিউটোরিয়ালের ভাইস প্রেসিডেন্ট নাঈমা খান এবং পরিচালক ড. ইভান খান।

স্টেট সিনেটর জন ল্যু বলেন, এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন থেকেই জড়িত। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. মনসুর খান ছিলেন আমার প্রিয় একজন মানুষ। তিনিই প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের স্বপ্নের সিঁড়ি তৈরি করে দিয়েছেন। সেই সিঁডি দিয়েই নতুন প্রজন্ম তাদের স্বপ্ন পূরণ করছে। তিনি নাঈমা খানকে ধন্যবাদ জানান, খান’স টিউটোরিয়াল শক্ত হাতে পরিচালনা করার জন্য।

ক্যাটেলিনা ক্রুজ বলেন, আজকে আমার কাছে ভালো লাগছে যে, আমি আমেরিকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। আর তাদের তৈরি করে দিচ্ছে খান’স টিউটোরিয়াল। সে জন্য খান’স টিউটোরিয়ালকে ধন্যবাদ জানান। কৃতী ছাত্রছাত্রী ছাড়াও তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান তাদের সেক্রিফাইজের জন্য। তিনি আরো বলেন, খান’স টিউটোরিয়াল অসাধারণ কাজ করছে। সে জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

যেসব ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয় তারা হলেন- আবিগাল আলমন্ড, আরিফ আজাদ, আসান আলী, দুর্ব রহমান, ফরিদ আচল, গেরাসিমন্স হার্টগোজিনু, জামিয়া ওয়াহেদ, ক্যাথরিন হিউজ, মাহি সরকার, মাহিন হাসান, মালিহা আক্তার, এমডি হাসান, মোহাম্মদ রায়হান, মুবতাসিম হোসাইন, মুশফিরাত নোসিবাহ, নাদিয়া নাভা, নূহাশ রশিদ, শরিফ এ স্বপনীল, সারজিল চৌধুরী, সুফিয়ান কাজী, শিহাব হোসাইন, স্নেহা পুষ্পা, তাসিন আব্দুল্লাহ, জুবায়ের এ জাহিন, জ্যোয়িতা বৌদ্য, মাদিহা বোখারি, জামিউল হক, অসমিত রহমান, মোহাম্মদ আলম, আরাফ রহমান, আসলিন লেহ, জাহিন তানিশা ও আহমেদ মেহেদী।

নাঈমা খান উপস্থিত সকল অভিভাবককে ধন্যবাদ জানান খান’স টিউটোরিয়ালের উপর বিশ্বাস রাখার জন্য। আর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান, খান’স টিউটোরিয়ালের মুখ উজ্জ্বল করার জন্য।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)