অনুপম একাডেমির অনুপম পরিবেশনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-05-2022

অনুপম একাডেমির অনুপম পরিবেশনা

ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টারে গত ১৪ মে হয়ে গেল অনুপ দাশ একাডেমির বাংলা বর্ষবরণ ১৪২৯। প্রবাসে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ছেলেমেয়েদের মনোমুগ্ধকর অনুপম পরিবেশনায় হলভর্তি দর্শক যেন কয়েক ঘন্টার জন্য চলে গিয়েছিলেন ফেলে আসা স্মৃতিবিজরিত বাংলাদেশে। প্রবাসে বেড়ে ওঠা এসব ছেলেমেয়ে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতের সাথে যেমন চমত্কার নৃত্য পরিবেশন করেছে, তেমনি কাসিক্যাল নৃত্যেও তাদের পারদর্শিতার প্রমাণ রেখেছে। নৃত্যের সাথে সাথে অত্যন্ত গুণী শিল্পীদের পরিবশনায় দর্শকরা উপভোগ করেছেন গান ও আবৃত্তি। আবৃত্তিতে ছিলেন প্রবাসের জনপ্রিয় আবৃত্তি শিল্পী শুকা রায়, আবীর আলমগীর, কারা রোজারিও। নৃত্যে ছিল-আড্ডার শিকিা আভা ভাট নাগ রয়, মিথান দেব (আড্ডার শিকিা), ঈশানী, নিরমা, চৈতন্য, ঈশা, তিশা, অর্পিতা,কৃষ্ণা, তুলশী, রিয়া, অদিতি, পারমিতা, সংহিতা, অমৃতা, রুচি, সৃষ্টি, আদ্রিকা, জয়িতা।

সবশেষে ছিল গানের পর্ব। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত রূপা আহমেদ, তিমির রায়। আরো চমত্কার কিছু গান শুনিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। প্রবাসের জনপ্রিয়ও গুণী শিল্পী তাজুল ইমাম। অনুপ দাশ ড্যান্স একাডেমির পরিবেশনায় অনেক দিন পর দর্শকরা একটি চমত্কার ও পরিচ্ছন্ন অনুষ্ঠান উপভোগ করলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. নুরুন্নবী (একুশে পদকপ্রাপ্ত লেখক, বিশ্বজিত সাহা (মুক্তধারা), ড. জিনাত নবী (সংগঠক)। চমত্কার নাচগুলো কোরিওগ্রাফি করেছেন গুরু অনুপ কুমার দাশ, গুরু আভা ভাট নাগ রয় (শিকিা), মিথান দেব (শিকিাও প্রোগাম পরিচালক)।

 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপন সাহা। তবলায় তপন মোদক, মন্দিরায় শহীদ উদ্দিন, যন্ত্রসংগীতে মাটি ব্যান্ড, লিড গিটারআহমেদ টিটু। মঞ্চসজ্জায় টিপু আলম, কারিগরি সহযোগিতায়, অর্জুন সাহা, স্থিরচিত্র তুষার আহমেদ। ব্যবস্থাপনায় আল্পনা গুহ, সুরাইয়া আলম, মিথান দেব। সহযোগিতায় রনি বড়য়া, সদানন্দ ঘোষ, গনেশ ভৌমিক, অরূপ দাশ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)