উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-03-2024

উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

শ্রীলঙ্কা জয় দিয়ে সুচনা করেছে বাংলাদেশের সঙ্গে টি-২০ সিরিজে। সিলেটে অনুষ্টিত সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচের শেষ ওভারে জয়ের  জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু সানাকার নিখুত বোলিংয়ের মুখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শেষ রক্ষা হয়নি।


প্রথম ব্যাটিং করে শ্রীলঙ্কা এ ম্যাচে সংগ্রহ করেছিল ২০৭ রান। সামারাবিক্রমার অপরাজিত ৬১ ও কুশল মেন্ডিসের দ্বায়িত্বপূর্ণ ৫৯ রানের সুবাদে ওই রান করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে সুবিধা করতে পারেনি কেউই। মোস্তাফিজ তার চার ওভারে ৪২ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন। শরীফুল,তাসকিন ও রিশাদ নেন একটি করে উইকেট।


এরপর খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ব্যর্থ হওয়ার পর মাহমুদুল্লাহ ও জাকের আলী দ্বায়িত্ব নিয়ে খেলেন। এরমধ্যে মাহমুদুল্লাহ ৩১ বলে ৫৪ করে আউট হওয়ার পর জাকের আলী তার অভিষেক ম্যাচে ৩৪ বলে ৬৮ রান করে শেষ ওভারে আউট হন। জাকের ২৫ বলে হাফ সেঞ্চুরী করে চমক দেখান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০৩/৮ রানে।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)