৪০ বছর কিউবার গুপ্তচর ছিলেন মার্কিন রাষ্ট্রদূত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-03-2024

৪০ বছর কিউবার গুপ্তচর ছিলেন মার্কিন রাষ্ট্রদূত

কিউবার জন্য ৪০ বছরের বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তি করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। বলিভিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচা ৪০ বছরেরও বেশি সময় ধরে কিউবান সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন। নিউইয়র্কের হারলেমে জন্মগ্রহণকারী ভিক্টর ম্যানুয়েল রোচা ১৯৮১ সাল থেকে কমিউনিস্ট কিউবান সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উচ্চ প্রোফাইল গুপ্তচরবৃত্তির মামলায় পরিণত হয়েছে।

ভিক্টর ম্যানুয়েল রোচা কে?

স্টেট ডিপার্টমেন্টে থাকা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে অসন্তোষ পোষণকারী কলম্বিয়ান বংশোদ্ভূত রোচা ১৯৮১ সাল থেকে কিউবার গোয়েন্দাদের জন্য কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আদালতে অভিযোগ করেছে যে রোচা স্টেট ডিপার্টমেন্টে ১৯৮১ থেকে কাজ শুরু করে এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। তিনি ক্লাসিফাইড তথ্য অ্যাক্সেস করতে এবং মার্কিন পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করার ক্ষমতা অর্জনে সক্ষম হন। রোচা ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। ৭৩ বছর বয়সী এই কূটনীতিক ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদে ২৫ বছরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)