মিশিগানের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-03-2024

মিশিগানের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী গ্রেফতার

গত ২৫ মার্চ মিশিগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সাজুর মেয়ে মোমো এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত তার ছেলে তামিম প্রাথমিক শেষে বাবার লাশের দেখাশুনার জন্য বাইরে রয়েছেন। মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশী তরুণ প্রজন্মের গাড়ি প্রতিযোগিতার কারণে সাজুর মর্মান্তিক মৃত্যু হয়। সেই অভিযোগে ওয়ারেন পুলিশ দুই বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের নাম তায়াসুকা আমান (২০) এবং আরেকজনের নাম গোলাম রহমান (২২)। তাদের বিরুদ্ধে রেকলেস প্রাইভিং-এর অভিযোগ তোলা হয়েছে। সেই সাথে দুর্ঘটনায় মৃত্যুর জন্য তাদের ১৫ বছরের ফেলনী করা হয়েছে এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের ফেলনী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। মাননীয় আদালত তাদের ৫০ হাজার ডলারে বেল মঞ্জুর করেছে। এখনো পর্যন্ত তাদের কোন আইনজীবী কোর্টে আসেননি। সেই সাথে মাননীয় আদালত তাদের পাসাপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে। তাদের মামলার পরবর্তী শুনানী আগামী ১৪ মার্চ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)