বাংলাদেশে হজ নিবন্ধনের সময়বৃদ্ধি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-05-2022

বাংলাদেশে হজ নিবন্ধনের সময়বৃদ্ধি

বাংলাদেশে ১৪৪৩ মওসুমের সরকারী ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় চলমান হজ নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। চলতি মাসের অর্থাৎ ২২ মে পর্যন্ত এ কার্যক্রম করা যাবে। ধর্মমমন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো বলা হয়, চলতি ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ২২ মে বোরবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এ জন্য আগামী ২১ মে শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংলিলিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহন করবে। 

এর আগে এ বছরের হজের নিবন্ধনের কার্যক্রম ১৬ মে থেকে শুরু করে ১৮ মে’র মধ্যে সম্পন্ন করার ঘোষনা দিয়েছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য ওই ঘোষনা দেয়া হয়।  


মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর কমপক্ষে সাত মাসের মেয়াদের (৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) একটি পাসপোর্ট থাকতে হবে।  নিবন্ধনের পর কোনো প্রার্থী যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমানভাড়া ও খাবার বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।

তবে কোনো প্রার্থী যদি বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করেন তাহলে তিনি সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

এছাড়া কোরবানির উদ্দেশে প্রত্যেক হজযাত্রীকে অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল সঙ্গে নেওয়ার জন্যও বলা হয়েছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)