নিউইয়র্কে ফোবানা সম্মেলন লেবার ডে উইকেন্ডে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-03-2024

নিউইয়র্কে ফোবানা সম্মেলন লেবার ডে উইকেন্ডে

সবাই বলেন এক্যবদ্ধ ফোবানার কথা। কিন্তু বাস্তবে কেউ এটার ধারধারেন না। যে যার মতো করে ফোবানা সম্মেলন করেই যাচ্ছেন। এবারও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী লেবার ডে উইকেন্ডে (৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর) নিউইয়র্কে কুইন্সের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। তিনি আরো জানান, এবারের ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এবিসিসিআই)। এবারের ফোবানা সম্মেলনের কনভেনর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল।

ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আবু যোবায়ের দারা বলেন, ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলনের আয়োজনে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার মাসিকতা নিয়ে সবাই এগিয়ে আসলে এখনো তা সম্ভব।

গতবার টরন্টোতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের কনভেনর দেওয়ান আজিম বলেন, ফোবানার কার্যক্রমে নতুন প্রজন্মের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আবু যোবায়ের দারা, টরন্টো থেকে আগত দেওয়ান আজিম, আসেফ বারী টুটুল, কিউ জামান, খন্দকার ফরহাদ, ফাহাদ সোলায়মান, মফিজুল ইসলাম ভুইয়া রুমি, ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, এম খালেক, শিল্পী রিজিয়ার পারভীন, ত্রিনিয়া হাসান, প্রমি তাজ প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)