চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-03-2024

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সুতরাং তারাবির নামাজ পড়তে হবে এবং সাহরি খেতে হবে আগামী ১০ মার্চ দিবাগত রাতে। সেই অনুযায়ী ১১ মার্চ হবে প্রথম রমজান। বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে আলাপকালে জানা যায়, নিউইয়র্কসহ উত্তর আমেরিকান প্রায় সব মসজিদে খতমে তারাবির ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো কোনো মসজিদে সুরা তারাবির ব্যবস্থা করা হয়েছে। জ্যামাইকার দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুকিত জানান, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। সুতরাং আগামী ১০ মার্চ থেকে পড়তে হবে তারাবির নামাজ এবং সাহরি খেতে হবে ১০ মার্চ। তিনি আরো জানান, আগে এক সময় হফেজ পাওয়া যেতো না। অনেক সময় বাংলাদেশ থেকে হাফেজ আনতে হতো। এখন আর বাংলাদেশ থেকে হাফেজ আনতে হয় না, নিউইয়র্কের অনেক মাদ্রাসা থেকে নতুন প্রজন্মের হাফেজ বেরিয়েছে। তারা নামাজ পড়াতে পারে।

এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে চলছে বিশেষ সেল। বিশেষ করে প্রিমিয়াম সুপার মার্কেটের সব শাখায় (জ্যাকসন হাইটস, জ্যামাইকা, বেলরোজ, ওজনপার্ক এবং ব্রঙ্কস-২) বিশেষ সেল চলছে। আরো সেল চলছে জ্যাকসন হাইটস ও জ্যামাইকার খামারবাড়ি, জ্যাকসন হাইটসের মাম’স সুপার মার্কেট এবং জ্যামাইকার ফাতেমা গ্রোসারিতে। দোকান মালিকরা জানিয়েছেন, এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। খেজুর, কালা ছানা, মসুরের ডালের দাম গত বছরের মতোই রয়েছে। তেলের বড় গ্যালনের দাম কিছুটা কমেছে। কাঁচামরিচ, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম স্থিতিশীল রয়েছে। কোনো কোনো দোকান মালিক জানিয়েছেন, গরুর মাংসের দাম একটু বেড়েছে।

প্রিমিয়াম সুপার মার্র্কেটের বাবু খান জানিয়েছেন, সারা বছরই তাদের কোনো না কোনো আইটেমের সেল থাকে। তবে পবিত্র রমজান উপলক্ষে তাদের স্পেশাল সেল দেওয়া হয়েছে। এসব সেল দেওয়া হয়েছে প্রিমিয়াম সুপার মার্কেটের ৬টি শাখায়। তিনি বলেন, রমজানের প্রতিটি আইটেমের সেল চলছে। যার মধ্যে রয়েছে-খেজুর, কালা ছানা, মসুর ডাল, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, মুড়ি এবং অন্যান্য আইটেমে। তিনি বলেন, ১১ পাউন্ডের ভালো খেজুর বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ ডলারে। ৫ পাউন্ডের খেজুর ২৫ ডলার থেকে ৩২ ডলারে। কালা ছানা ৪ পাউন্ড ৩.৯৯ ডলার। মসুরের ডাল ৪ পাউন্ড ৩.৪৯ ডলার। তেলের বড় গ্যালন ৩৫ ডলার। আগে যা বিক্রি করা হতো ৪৫ ডলার। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেশি নয়। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে যে রেট দেওয়া হয়েছে, তা অন্য কোনো স্টোরে পাওয়া যাবে না। তিনি বলেন, আমরা রমজানে ব্যবসা করতে চাই না, রোজাদারদের সেবা করতে চাই।

জ্যাকসন হাইটস ও জ্যামাইকার খামারবাড়ির কামরুজ্জামান কামরুল জানান, রমজান উপলক্ষে তাদের বিশেষ সেল চলছে। তিনি জানান, ১১ পাউন্ডের ভালো খেজুর বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ ডলারে। ৫ পাউন্ডের খেজুর ২৫ ডলার থেকে ৩২ ডলারে। কালা ছানা ৪ পাউন্ড ৩.৯৯ ডলার। মসুরের ডাল ৪ পাউন্ড ৩.৪৯ ডলার। তেলের বড় গ্যালন ৩৫ ডলার। আগে যা বিক্রি করা হতো ৪৫ ডলারে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেশি নয়। তবে গরুর মাংসের দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, সারা বছর তো ব্যবসা করি পবিত্র রমজানে ব্যবসা করার ইচ্ছা নেই, রোজাদারদের সেবা করতে চাই।

জ্যামাইকার ফাতেমা গ্রোসারির ফখরুল ইসলাম দেলোয়ার জানান, রমজান উপলক্ষে আমাদের বিশেষ সেল চলছে। তিনি জানান, রমজানের আমরা ব্যবসা করতে চাই না, রোজাদারদের খেদমত করতে চাই। তিনি বলেন, তিনি জানান, ১১ পাউন্ডের ভালো খেজুর বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ ডলারে। ৫ পাউন্ডের খেজুর ২৫ ডলার থেকে ৩২ ডলারেঅ। কালা ছানা ৪ পাউন্ড ৩.৯৯ ডলার। মসুরের ডাল ৪ পাউন্ড ৩.৪৯ ডলার। তেলের বড় গ্যালন ৩৫ ডলার। আগে যা বিক্রি করা হতো ৪৫ ডলার। এ ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও স্থিতিশীল রয়েছে।

জ্যাকসন হাইটসের মাম’স সুপার মার্কেটের লিটু চৌধুরী জানান, পবিত্র রমজান উপলক্ষে আমাদের স্টোরে বিশেষ সেল চলছে। আমরা রোজারদের সেবার দেওয়ার লক্ষ্যেই এই সেল দিয়েছি। তিনি বলেন, ১১ পাউন্ডের ভালো খেজুর বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ ডলারে। ৫ পাউন্ডের খেজুর ২৫ ডলার থেকে ৩২ ডলারেঅ। কালা ছানা ৪ পাউন্ড ৩.৯৯ ডলার। মসুরের ডাল ৪ পাউন্ড ৩.৪৯ ডলার। তেলের বড় গ্যালন ৩৫ ডলার। আগে যা বিক্রি করা হতো ৪৫ ডলার। অন্যদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে রেস্টুরেন্টগুলোতে ইফতারি বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)