মেরিল্যান্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ নিহত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-03-2024

মেরিল্যান্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১০ মার্চ রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মেরিল্যান্ডে তার পাঁচ ভাই থাকেন এবং তাদের ব্যবসা-বাণিজ্য রয়েছে।

জানা গেছে, মোহাম্মদ হানিফ গত ৮ মার্চ শুক্রবার হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ হানিফ। শুক্রবার কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট নিয়ে চলে যায়। এ সময় হানিফ তাদের বাধা দেন। তবুও দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১০ মার্চ রোববার মারা যান।

নিহত হানিফের জানাজা গত ১২ মার্চ মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ হানিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)