বাংলাদেশ সোসাইটির নির্বাচনের ঘোষণা আসছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-05-2022

বাংলাদেশ সোসাইটির নির্বাচনের ঘোষণা আসছে

প্রবাসের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবার কথা ছিলো ২০১৮ সালে। নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দেয়। এই দুটো প্যানেল হচ্ছে রব-রুহুল এবং নয়ন-আলী প্যানেল। দুই প্যানেলই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু নয়ন-আলী প্যানেলের দু’জন সদস্য প্রার্থীর অসম্পূর্ণ মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেন। তা চ্যালেঞ্জ করে নয়ন-আলী প্যানেলের দুই সদস্য প্রার্থী জে চৌধুরী লিটু এবং আকবর আলীর তাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। তাদের দায়ের করা মামলার কারণে নির্বাচনের দুদিন আগে মাননীয় আদালত নির্বাচন স্থগিত করে। যদিও শেষ পর্যন্ত ওই দুই প্রার্থীর আবেদন মাননীয় আদালতে খারিজ হয়ে যায়। সোজা কথায় ওই দুই প্রার্থী আদালতে মামলার শুনানির গ্রহণযোগ্যও প্রমাণ করতে পারেনি। নয়ন-আলী প্যানেল শেষ পর্যন্ত দুই সদস্য ছাড়াই নির্বাচনে যায়। অসহায় নির্বাচন কমিশনকে মাশুল গুনতে হয় প্রায় ১ লাখ ২০ হাজার ডলারের। তারপর হানা দেয় করোনা। করোনা নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধ উঠে যাওয়ায় নির্বাচন কমিশন আবারো নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে। সেই নির্বাচন হবার কথা ছিলো ২০২০ সালে। এবারো নির্বাচনের ঠিক দুদিন আগে আদালতে মামলা দায়ের করে নীরা এস নীরু। তার মামলায় আবারো নির্বাচন স্থগিত হয়ে যায়। এই মামলা নিয়ে এখনো নানামুখী খেলা চলছে। যদিও মাননীয় আদালত মামলাটি খারিজ করে। মামলা খারিজের পর বারবার মোশন দাখিল করছে নীরা এস নীরুর আইনজীবী। এবারো অসহায় নির্বাচন কমিশনকে প্রায় ১ লাখ ২০ হাজার গচ্চা দিতে হয়।

যদিও কমিউনিটি এবং সোসাইটির ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন অচিরেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি দেশকে জানান, আমরা অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। চলতি সামারেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি এবং ট্রাস্টি বোর্ডের সাথে মতবিনিময় করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা সব সময়ই নির্বাচনের পক্ষে ছিলাম এবং এখনো আছি। কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই আমাদের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে উপকমিটি করা হয়েছে এটা সম্পূর্ণ রূপে অসাংবিধানিক। এই কমিটির সাথে আমাদের কোনো বৈঠক হবে না এবং এই কমিটি যেহেতু অসাংবিধানিক, সেহেতু এই কমিটির সাথে বৈঠক করার বা যোগাযোগ করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি ক্ষোভের সাথে বলেন, এই উপকমিটির পক্ষ থেকে আমাদের একটি চিঠি দেয়া হয়েছে তাতে লেখা রয়েছে- এই কমিটির কাছে আমরা সকল ইনফরমেশন দিতে বাধ্য থাকবো? তিনি প্রশ্ন করে বলেন, যে কমিটি অবৈধ তাদের কাছে কীসের জবাবদিহিতা? নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা কে? আমরা সহযোগিতা চাইবো বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি এবং ট্রাস্টি বোর্ডের কাছে। তা ছাড়া যারা উপকমিটিতে রয়েছেন তারা তো বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি এবং ট্রাস্টি বোর্ডে রয়েছেন। তারা যেহেতু কার্যকরি কমিটি এবং ট্রাস্টি বোর্ডে রয়েছেন, মতবিনিময় তো তাদের সাথে আমাদের হচ্ছে, আলাদা করে কেন বসতে যাবো অসাংবিধানিক কমিটির সাথে।

উল্লেখ্য, উপকমিটিতে রয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং সৈয়দ এম কে জামান


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)