সিনেট বিল-৪-এ আপিল কোর্টের স্থগিতাদেশ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-03-2024

সিনেট বিল-৪-এ আপিল কোর্টের স্থগিতাদেশ

সুপ্রিম কোর্ট গত ১৯ মার্চ মঙ্গলবার টেক্সাস স্টেটে সিনেট বিল-৪ নামে পরিচিত বিতর্কিত অভিবাসন আইন প্রয়োগ করতে অনুমতি দেওয়ার পর বাইডেন প্রশাসনের আবেদনে ৫ম ইউএস কোর্ট অব আপিল মামলা শেষ না হওয়া পর্যন্ত আইনটির প্রয়োগে স্থগিতাদেশ দিয়েছে। গত ১৯ মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্ট অনুমতি ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করার সন্দেহভাজন অভিবাসীদের টেক্সাসের আইনপ্রয়োগকারী সংস্থার সদেস্যদের গ্রেফতার করার অনুমতি দিয়ে (৬-৩ ভোটে) রায় দেয়। 

কোর্ট অব আপিল মার্চের শুরুতে অস্টিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ডেভিড এজরার একটি রায় স্থগিত করেন সিনেটে বিল-৪কে অসাংবিধানিক বলে। এই আদেশটি মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের আদালতের বিচারক ডেভিড এজরার পুনর্বহাল করেছেন। রায়ে উল্লেখ করা হয় সিনেট বিল-৪ ফেডারেল অভিবাসন আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)