ভোগ করিতে হবে


সুজন সাজু , আপডেট করা হয়েছে : 21-05-2022

ভোগ করিতে হবে

বাঘ দাপটে বনের মাঝে 

শান্তি বিরাজ করছে না যে

সব পশুরা ভীত,

কত্তো পশু খাবার বিহীন 

হইলো আধেক মৃত।


একটু বেদিক হলেই বাঘে

নাই যারা ঠিক তারই ভাগে

দেয় বানিয়ে দোষী, 

ইচ্ছে মতো কানুন বানায়

গুঁতাই সেজে মোষই।


এই বন সবার স্বাধীন চলার

মত প্রকাশের কথা বলার

এটাই ছিল রীতি,

বাঘটি যখন রাজা হলো

ছড়ায় দিলো ভীতি।


ভীতি নিয়ে চলতে হচ্ছে 

দুঃখ নিয়ে জ্বলতে হচ্ছে 

খুব অসহায় তারা,

অনেক পশু সুখেই আছে 

পক্ষে রাজার যারা।


ভীত পশু সবাই মিলে

করছে দোয়া শুদ্ধ দিলে

আসবে কবে সুদিন, 

পারলে এসে দয়াল তুমি

একটু করে ফুঁ দিন।


বাঘের শক্তি বছর বারো

আসবে কমে শক্তি তারও

তারপরে কী হবে?

অন্যায় করার ফল একদিন

ভোগ করিবে তবে।


বুঝতে হবে আজকে রাজা

কালকে ফকির কর্মে সাজা

পেতে হবে নিশ্চিত, 

হারায় তখন রেশ ক্ষমতার

পস্তায় হয়ে পিছ চিৎ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)