‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-04-2024

‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’

‘মিয়ানমার সীমান্ত ভয়াবহভাবে আক্রান্ত’- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গত দুই-তিন দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রান্ত হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, এখনো আমাদের সরকার বলতে পারছে না, এটার সাথে কারা সম্পৃক্ত। কেউ বলে মিয়ানমারের যুদ্ধারত কোনো সংগঠন, কেউ ভিন্ন ইঙ্গিত করে বলে জঙ্গিরা জড়িত, আহ্! যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, যখন দোষ চাপাতে হয়, তখন এই জঙ্গি খুঁজে বের করে। গত কয়েকদিনের এই ঘটনাগুলো প্রমাণ করেছে বাংলাদেশের নিরাপত্তা কতটা ভঙ্গুর।


সরকার ১৩ বছর ধরে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি। পানির সমস্যা, সীমান্ত হত্যাকাণ্ড কোনোটাই সমাধান করতে পারেনি।’  


রোববার (৭ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


বিএনপি মহাসচিব বলেন, ‘বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারা কখনো বিপথে যেতে পারে না, বিফলে যেতে পারে না, কখনো না। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কথা বলার সংগ্রাম, এটা ন্যায়সঙ্গত সংগ্রাম। সত্যের পথের সংগ্রাম, সত্যকে ফিরে পাওয়ার সংগ্রাম। কখনো কোনো কারণে ব্যর্থ হয় না।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)