‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ গ্রন্থ তুলে দেওয়া হলো


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-04-2024

‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ গ্রন্থ তুলে দেওয়া হলো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনযাপন নিয়ে একটি বই লিখেছিলেন প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ। সেই বই খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। ইংরেজিতে লেখা মাহফুজ উল্লাহর ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইটি বাংলায় অনুবাদ করেছেন আরেক প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক মাহবুব উল্লাহ। একটি ছোট্ট পরিসরের অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটি খালেদা জিয়াকে তার নিজ ভাড়াবাসা ফিরোজায় গিয়ে তুলে দেওয়া হয় তার হাতে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ভীষণ অসুস্থ। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া উঠে দাঁড়াতেও পারেননি। তার জন্য বিশেষ খাট কাম চেয়ারে বসে বইটি গ্রহণ করেছেন হাস্যোজ্জ্বল মুখে। 

দীর্ঘদিন তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করা খালেদা জিয়া মূলত দণ্ডিত হয়ে কারাগারে। তবে বিশেষ ব্যবস্থায় তিনি রয়েছেন বাসায়। দন্ড স্থগিত করে তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের আবেগের নাম বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে অনেক কবিতা, গান ও প্রবন্ধ রচিত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন শক্তিমান সাংবাদিক প্রয়াত মাহফুজউল্লাহ। তিনি তার জীবনীগ্রন্থ রচনা করেছেন ইংরেজিতে। 

ইংরেজি এই বইটির বাংলা নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’। বইটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গত ৬ এপ্রিল রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে বইটি উপহার হিসেবে বেগম জিয়ার হাতে তুলে দেন ফখরুল। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)