ঈদের দিন বিএনপির কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-04-2024

ঈদের দিন বিএনপির কর্মসূচি

ঈদের দিন বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ছাড়া কোনো কর্মসূচি নেই। দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে প্রয়াত নেতার কবর জিয়ারত করবেন।

তবে রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজা‘য় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

এ দুই কর্মসূচি ছাড়া ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা দলটি বিএনপি, যারা রোজার মাসে দেশজুড়ে নেতা-কর্মীদের্ নিয়ে ইফতার মাহফিল করেছে এবং আন্দোনের নিপীড়ন-নির্যাতনের শিকার, গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের হাতে প্রদান করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে  জানান, ঈদের দিন সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন।

আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এ ধারাবাহিকতা অনুসরণ করছেন।

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্ত আছেন। বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন। এবারও ঈদের দিন রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে চেয়ারপারসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীসহ নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)