হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-04-2024

হাসপাতালে ভর্তি  রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অবস্থা খারাপ হওয়ায় তাকে দুপুরে ধানমন্ডির ইবনে সিনায় ভর্তি করা হয়েছে। তার একান্ত সহকারি মোকছেদুর রহমান এই কথা জানান। তিনি বলেন, ‘‘ স্যার বাসায় দীর্ঘদিন ‍যাবত অসুস্থ হয়ে চিকিতসাধীন ছিলেন। আজকে তার অবস্থা অবণতি হলে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর ২টায়।”

রফিকুল ইসলাম মিয়া অধ্যাপক আবদুল হাইয়ের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। তিনি কুমিল্লা-৩ আসন থেকে ‘৯১ এবং ’৯৬ সালে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

২০১৮ সাল থেকে গুরুতর অসুসথ হয়ে পড়েন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এরপর থেকে তিনি শয্যাশায়ী আছেন, এর পর থেকে দলের কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি।

রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী  অধ্যাপক শাহিদা রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে অবসর নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।




প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)