রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 26-05-2022

রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বিএনপি সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলামসহ বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে পুলিশ। রাজধানীর নয়াপল্টন এলাকায় রাতে ওই মশাল মিছিল করে বিএনপি।  

এতে আজ বৃহস্পতিবার  পুলিশ বাদী হয়ে পল্টন থানায় ওই মামলা দায়ের হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে আসামীরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল,বাঁশের লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের উপর আক্রমন করা হয়েছে। এতে এক পুলিশ কনষ্টেবল ও আনসার জখম হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪ টি মশালের কাঠের লাঠি, ১৫ টি বাশের লাঠি ও ৫৫ টি ইটের টুকরা উদ্ধার করেছে।   

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে গতকাল বুধবার রাতে নয়াপল্টন এলাকায় ওই মশাল মিছিল বের হয়। জানা গেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপুর্ন’ মন্তব্য করায় মশাল মিছিল বের করে প্রতিবাদ জানানো হয়েছে।  



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)