কনস্যুলেট পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2022

কনস্যুলেট পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি গত ২০ মে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবার মান সমুন্নত রেখে আরো জনবান্ধব সেবা প্রদানের জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের আহ্বান জানান।  

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলে তিনি যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ক‚টনীতি, ডায়াসপোরা ক‚টনীতি এবং সাংস্কৃতিক ক‚টনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভুমিকার প্রশংসা করেন। 

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সাথে প্রদানের পরামর্শ দেন। কনসাল জেনারেল প্রতিমন্ত্রীকে কনস্যুলেটের চলমান সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। উক্ত বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কনস্যুলেটে আগমনকালে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ সকল কর্মকর্তা ও কর্মচারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর পর তিনি কনস্যুলেটের সকল শাখার কাজ-কর্ম প্রত্য করেন। কনস্যুলেটের বর্তমান কর্মকাণ্ড এবং নিয়মতান্ত্রিক সেবা প্রদান কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)