জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড ২৬ মে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-05-2024

জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড ২৬ মে

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের আয়োজনে আগামী ২৬ মে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড। এই শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বিকেল ৩টায়। প্যারেড শুরু হবে জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে এবং শেষ হবে ৮৭ স্ট্রিটে। মেলার কনভেনর শাহ নেওয়াজ, আয়োজন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমাদের প্যারেডের উৎসস্থল হচ্ছে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৬৯ স্ট্রিট। সেখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অতিথিরা বক্তব্য রাখবেন। তারপরেই আমাদের প্যারেড শুরু হবে। মেলায় গ্যান্ড মার্শাল করা হয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার, এনওয়াই ইন্স্যুরেন্স এবং সপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজকে। এ ছাড়াও মেলায় থাকবে বেশ কয়েকজন মার্শাল। সেই সাথে থাকবে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। তারা সঙ্গীত পরিবেশন করবেন। বাংলাদেশ ডে প্যারেডে উপস্থাপন করা হবে বাংলাদেশের কৃষ্টি কালচার ও ঐতিহ্যকে। বাংলাদেশ ডে প্যারেডে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যডামস, কাউন্সিলম্যান, এ্যাসেম্বলীম্যান এবং মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি হিসাবে আরো রয়েছেন বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ ডে প্যারেডে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন ইমিগ্র্যান্ট এল্ডার হোক কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, উপদেষ্টা বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, এটর্নী মঈন চৌধুরী, শাহ জে. চৌধুরী, মোহাম্মদ আলী, কাজী আজম, জয় চৌধুরী, মোর্শেদ আলম, আব্দুর রহিম হাওলাদার, সদস্য সচিব তরিকুল হোসাইন বাদল, প্রধান সমন্বয়কারী ফাহাদ সোলায়মান, কো অডিনেটর নূরুল আজিম। এ ছাড়াও কমিটিতে বিভিন্ন পদে আরো বাংলাদেশীরা রয়েছেন। বাংলাদেশ ডে প্যারেডে অংশগ্রহণ করার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানিয়েছেন মেলার আয়োজক কমিটি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)