বগুড়ার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-05-2022

বগুড়ার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ

বগুড়ায় আজ ঘটে যাওয়া ঘটনাকে অমানবিক, নির্দয় ও কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব ওই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ লীপিতে বলা হয়, “আজ বগুড়ায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। ক্ষমতার নড়বড়ে অবস্থা অনুধাবণ করেই আওয়ামী অবৈধ সরকার রক্ত ঝরানোর খেলায় উন্মাদ হয়ে উঠেছে।

জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার নিজ দলের সন্ত্রাসীদেরকে দিয়ে বিরোধী মত ও বিশ^াসের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে। অশুভ উদ্দেশেই তারা এধরণের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। আর এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চালা্েচ্ছ নারকীয় তান্ডব।

 রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তান্ডব ঘটাচ্ছে। আর দেশব্যাপী নারকীয় তান্ডবে সরকারের সহযোগী হিসেবে ছাত্রলীগ সহিংস সন্ত্রাসে মেতে উঠেছে। 

বিবৃতিতে আরো বলা হয়,‘ক্ষমতার মোহে আওয়ামী সরকার দেশ থেকে গণতন্ত্রকে কবরস্থ করার মাধ্যমে নিজেদেরকে হিংস্র করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ কন্ঠকে নির্মমভাবে স্তব্ধ করতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।’

আজ বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”

ঘটনায় প্রকাশ- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বগুড়ার মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্ষোভে ফেটে পরে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার গাবতলী মডেল থানায় তার বিরুদ্ধে মামলাও হয়। আজ ওই ঘটনা কেন্দ্র করে আওয়ামী লীগ মিছিল বের করে। ওই মিছিলে ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু। ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন আহত হয়।

এর সুত্র ধরেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি-যুবদলের নেতাকর্মীদের ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এর প্রতিবাদে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন উপজেলা সদরে মিছিল বের করলে শহরের তিনমাথা মোড়ে পৌছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের বাধার মুখে পড়ে। এসময় ব্যাপক সংঘর্ষ হয় ও এটাকে কেন্দ্র করে পুলিশ শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও লাঠিপেঠা করে বলে জানা গেছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)