‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 30-05-2022

‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত

পদ্মা সেতু খুলে দেয়ার দিনক্ষন চুড়ান্ত। আগামী ২৫ জুন সর্বসাধারনের চলাচলের জন্য খুলে দেয়া হবে বাংলাদেশের সবচে দীর্ঘতম এ সেতু। ইতিমধ্যে এ দিনক্ষন চুড়ান্ত। পাশাপাশি এ সেতুর নামকরন নিয়ে বেশ কিছুদিন থেকেই চলে আসছে জল্পনা-কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত এটা পদ্মা সেতু নামেই থাকছে। তবে শেখ হাসিনা সেতু নামকরনের কথা উঠেছিল। প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন। রোববার (২৯ মে) সেতুর নামকরন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সেখানে সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার এক প্রজ্ঞাপনে পদ্মা নদীর উপর নির্মিত ওই সেতুর নামকরন ‘পদ্মা সেতু’ নাম চুড়ান্ত করন হয়েছে। 

এতে বলা হয়,সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মান প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরন করলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

জানা গেছে, আগামী ২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। ইতিমধ্যে পদ্মা সেতু পারাপারে যানবাহনের টোলও নির্ধারিত হয়ে গেছে। 

উল্লেখ্য, পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)