কোর্টে এসাইলাম মামলা দ্রুত নিষ্পত্তি হবে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-06-2022

কোর্টে এসাইলাম মামলা দ্রুত নিষ্পত্তি হবে

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো এম মেওরকাস এক বিবৃতিতে যেসব ইমিগ্র্যান্টদের দ্রত বহিষ্কারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে যারা অ্যাসাইলাম পাওয়ার উপযুক্ত তাদের দ্রুত অ্যাসাইলাম প্রদান ও যারা অ্যাসাইলাম পাওয়ার উপযুক্ত নয়, তাদের দ্রুত বহিষ্কারের কথা ঘোষণা করেছেন।

এতে বলা হয় ‘হোমল্যান্ড সিকিউরিটি ও জাস্টিস বিভাগ সীমান্তে অ্যাসাইলাম দাবি দেখানোর জন্য একটি যথার্থ ও দক্ষ প্রক্রিয়ায় ব্যবস্থা করছে।’ এই বিধি যেহেতু বাস্তবায়ন হচ্ছে পর্যায়ক্রমে, আমরা প্রসেসিং সময় ও বছরের পর বছর ইমিগ্রেশন কোর্ট ব্যাকলগ প্রক্রিয়া কমাতে চাই।

যেসব ব্যক্তি অ্যাসাইলামের উপযুক্ত, তারা দ্রুত অ্যাসাইলাম পাবে। যারা উপযুক্ত নয়, তারা দ্রুত বহিষ্কৃত হবে। আমরা দ্রুত বিচার সমাধা করছি এবং একইসঙ্গে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছি।’



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)