ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-06-2022

ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

প্রবাসের মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট। এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার নেতৃত্বে রয়েছেন শাহ শহীদুল হক। সময় অনুযায়ীই তিনি অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে সাহায্যের দরকার সেখানে হাত বাড়িয়ে দেন। আর সেখানে প্রতিবাদের দরকার সেখানে প্রতিবাদ করে যাচ্ছেন।

কোভিড-১৯সহ প্রবাসে দীর্ঘদিনের সমাজসেবায় নিবেদিত ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের অগ্রদূত হিসেবে যিনি বিশেষ অবদান রেখেছেন সংগঠনের বর্তমান সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তার কর্মদক্ষতার কারণে তাকে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের কার্যকরি কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাধারণ সম্পাদক পদে উন্নীত করা হয়। তার নিয়োগের ফলে এই সংগঠন আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা সকলের। সামাজিক এবং মানবকল্যাণমুখী কর্মকাণ্ড ছাড়াও আব্দুস সোহবান আইটি সেক্টরে দীর্ঘদিন ধরেই কাজ করছেন এবং প্রবাসী বাংলাদেশিদের ট্রেনিং দিয়ে স্বপ্নের সিঁড়ি তৈরি করে দিচ্ছেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)