জ্যাকসন হাইটসে মামা’স সুপার মার্কেটের উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-06-2022

জ্যাকসন হাইটসে মামা’স সুপার মার্কেটের উদ্বোধন

বাংলাদেশি অধ্যুষিত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রিয় স্থান জ্যাকসন হাইটস। সেই জ্যাকসন হাইটসে ফ্রেস এবং সূলভমূল্যে শাকসবজি, ফলমূল, মাছ- মাংস এবং অন্যান্য গ্রোসারি সামগ্রি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উদ্বোধন করা হলো মামা’স সুপার মার্কেট। বাংলাদেশি মালিকানাধীন মামা’স সুপার সার্কেটটি গত ২৭ মে বাদ জুমা উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে জ্যাকসন হাইটসের মসজিদের বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মামা’স সুপার মার্কেটের তিন স্বত্ত¡াধীকারী লিটু চৌধুরী, রুহুল আমিন, নাহিদ খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ-সভাপতি আবু নোমান শাকিল, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, ডা. মীনা ফারহা, ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম, আজম সোহাগ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মীর্জা আবু জাফর বেগ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে. চৌধুরী, ড. রফিক আহমেদ, আতিকুল হক জাকির, মোহাম্মদ মাসুম, মঈনুজ্জামান চৌধুরী, আতাউর রহমান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, রহিম মিয়া, শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম প্রমুখ।

লিটু চৌধুরী জানান, আমাদের প্রধান লক্ষ্য থাকবে ক্রেতাদের চাহিদা পূরণ করা এবং উন্নত মানের সেবা প্রদান করা। তিনি বলেন, আমরা অতি সূলভ মূল্যে পণ্য বিক্রি করবো। আমারা সময় সময়ই গ্রাহকদের ফ্রেশ পণ্য সরবরাহ করবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুপার মার্কেটে যা থাকে আমাদের এখানে তাই থাকবে। বিশেষ করে তাজা শাক সব্জি, ফলমূল, মাছ- মাংস, চাল- ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। মামা’স সুপার মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকবে। যাতে করে সবাই তাদের সুযোগ সুবিধা মত বাজার করতে পারে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)