বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-06-2022

বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’

সম্প্রতি নিউইয়র্কের বহুল জনপ্রিয় ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’ ২০১৯ ও ২০২০ সালের জন্যে সর্বোচ্চ অর্থ প্রেরণকারী অনিবাসী প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেছে। বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের অবদানের স্বীকৃতি ও ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকে উত্সাহিত করার লক্ষ্যে ২০১৩ সাল থেকে অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজসমূহকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।

গত ১২ মে ঢাকাস্থ খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মানজনক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা হস্তান্তর করেছেন। 

সানম্যান গ্লোবাল এক্সপ্রেস করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন বলেন, ২০১৯ ও ২০২০ সালে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স প্রেরণের জন্য ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’কে এই সম্মাননা প্রদান করা হয়। এই প্রাপ্তির ক্রেডিট শুধু আমাদের কর্মকর্তাদের নয়, এর সাথে আমাদের সম্মানিত অর্থ প্রেরণকারী গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীরাও অংশীদার। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের চেষ্টা থাকে দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে অর্থ প্রেরণ করা এবং প্রেরণকারীদের স্বার্থরক্ষা করা। 

উল্লেখ্য, ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রধান কার্যালয় ছাড়াও আরো ৪টি শাখা অফিসসহ ও ৭৫টি এজেন্ট অফিসের মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে। রেমিট্যান্স সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ৭১৮-৫৬৫-৫০৫২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)