মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পেলোসির স্বামী গ্রেপ্তার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-06-2022

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পেলোসির স্বামী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ গত ২৯ মে রোববার জানায়, ২৮ মে শনিবার রাতে অঙ্গরাজ্যের নাপা কাউন্টিতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮২ বছর বয়সী পলকে গ্রেপ্তার করা হয়। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ হাইওয়ে পুলিশের। পুলিশ ও কাউন্টির অনলাইন নথির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর পলকে নাপা কাউন্টির বন্দীশালায় রাখা হয়। তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। পাঁচ হাজার ডলার জিম্মায় তাঁর জামিনের বন্দোবস্ত করা হয়। অবশ্য রোববার নাপা কাউন্টির বন্দীশালার কয়েদির তালিকায় পলের নাম পাওয়া যায়নি। সিবিএস নিউজ জানায়, নথি অনুযায়ী স্থানীয় সময় রোববার সকালে জামিনে মুক্তি পান পল।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ বলছে, পল পোরশে মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন। তিনি স্টেট রুট-২৯ অতিক্রমের চেষ্টা করেছিলেন। এ সময় একটি জিপের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। জিপ চালাচ্ছিলেন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। এই ঘটনায় কেউ আহত হননি। জিপের চালক গ্রেপ্তার হননি। প্রতিনিধির মাধ্যমে দেওয়া বিবৃতিতে পল জানান, তিনি বন্ধুর বাড়িতে একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি শেষে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি তাঁর গাড়িতে একাই ছিলেন। ঘটনা-পরবর্তী আইনগত প্রক্রিয়ায় তিনি কর্তৃপকে পূর্ণ সহযোগিতা করেছেন।

ন্যান্সি পেলোসির এক মুখপাত্র জানান, ঘটনার সময় স্পিকার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থান করছিলেন। তিনি এই ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করবেন না।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)