জমাকালো আয়োজনে এনআরবি এওয়ার্ড অনুষ্ঠান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-06-2022

জমাকালো আয়োজনে এনআরবি এওয়ার্ড অনুষ্ঠান

শো টাইম মিউজিকের আয়োজনে নিউইয়র্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো এনআরবি এওয়ার্ড অনুষ্ঠানের ১২তম আসরের। এক যুগ পূর্তির এই অনুষ্ঠানটি ছিলো চমত্কার। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মধ্যে ছিলেন কনকচাঁপা, অভিনেতা আব্দুন নূর সজল, অভিনেত্রী প্রিয়া বিপাশা, চিত্র নায়িকা শিরীস শিলা ও অধরা খান। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে ছিলেন শিমুল খান, চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, তৃনিয়া হাসান, অনিক রাজ প্রমুখ। নৃত্যে ছিলেন নৃতাঞ্জলির শিল্পীরা। আর ফ্যাশন শোকে মাজিদ ডিজায়ার। উপস্থাপিকা নিম্মি নাহারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। তিনি বলেন, প্রবাসে প্রতিভা বিকাশের লক্ষ্যে আজ থেকে ১২ বছর পূর্বে আয়োজন করা হয়েছিলো এনআরবি এওয়ার্ডের। আপনাদের ভালবাসায় আজকে এক পূর্তির অনুষ্ঠান হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নূরুল আমিজ, আবু তালেব চৌধুরী চান্দু, আহসান হাবিব, আহমেদ বাবু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এওয়ার্ড বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। যারা বা যাদের এওয়ার্ড দেয়া হয় তারা হলেন- আবুবকর হানিফ, চ্যাঞ্জেলর ও সিইও, ডবিøওইউএসটি, রায়হান জামান, চেয়ারম্যান, উত্সব গ্রুপ, চৌধুরী এস. হাসান, এমডি, গ্যাট্রোলজিস্ট, নুরুল আজিম, ইস্টার্ন ইনভেস্টমেন্ট, রাহাত মোক্তাদির, সিইও, কেষ্টাল হিল, ডা. বর্ণালী হাসান, ইমিসেন্ট মেডিক্যাল কেয়ার পিসি, প্রিসিলা, সোস্যাল মিডিয়া স্টার, মোঃ খলিলুর রহমান, সিইও, খলিল বিরানী হাউস, মনিরুল ইসলাম, মেগা হোম রিয়েলিটি, ফাহাদ সোলায়মান, কভিড হিরো, মোহাম্মদ আজাদ, রয়েল এস্টেট ডেভলপার, লির্বাটি রেনুভেশন, রিনা সাহা, বরো রিয়েল এষ্টেট, ডালিয়া ১৯৯, টিকটক স্টার ইমরান জনি, সংগঠক, পিয়ালী সুকলা, সংগীত শিল্পী, রাজিন কবির চেয়াং, সংগীত শিল্পী তৃনিয়া হাসান, সংগীত শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশী চলচিত্র অভিনেত্রী অধোরা খান, বাংলাদেশী চলচিত্র অভিনেত্রী শিরিন শীলা, সিলেট মোটরস্, মডেল প্রিয়া বিপাশা, চন্দ্রা ব্যানার্জী, নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপ, রাফেয়া জামান প্রিয়া, টামরুচুরা ড্যান্স স্কুল, শিমুল খান, সংগীত শিল্পী কামাল ইসলাম, সংগীত শিল্পী, আবির আলমগীর, অনলাইন সেলিব্রেটি হোষ্ট কুইন্স প্যালেস পার্টি হল, ডাইরেক্টর, সাঈদ মোস্তাকিম এন্ড রাবু, আবদুর রহমান, কমিউনিটি এক্টিভিষ্ট, আবু তালেব চৌধুরী চান্দু, কমিউনিটি এক্টিভিষ্ট আলিম আব্দুল, সাইবার অনলাইন, সালাম ভ‚ইয়া, বিসমিল্ল্হা হালাল লাইভ পোল্ট্রি, ইশতিয়াক রুপু আহমেদ, কাজী আশরাফ হোসেন নয়ন, কভিড হিরো শাহ নেওয়াজ, প্রেসিডেন্ট এন্ড সিইও, গোল্ডেন এইজ হোম কেয়ার গিয়াস আহমেদ, প্রেসিডেন্ট এন্ড সিইও, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার দুলাল বেহেদু, সিইও, স্মার্ট ষ্টপিং, মিজানুর রহমান ভ‚ইয়া মিল্টন, প্রেসিডেন্ট এন্ড সিইও, ভ‚ইয়া কন্সট্রাকশন, আসেফ বারী টুটুল, চেয়ারম্যান, বারী হোম কেয়ার, তারেক হাসান খান, সিইও, গ্লোবাল এমএস ইন্ক, মোঃ মুফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, ব্লু-গ্রিন ইন্সুরেন্স ব্রোকারেজ, রানু নেওয়াজ, মামুন হাসিনা, নুসরাত চৌধুরী নিপা, ডিজিটাল ওয়ান ট্রাভেল্স, বেষ্ট ট্রাভেল্স ইন নর্থ আমেরিকা, বাংলা ট্রাভেল্স, বেষ্ট ট্রাভেল্স ইন ইউএসএ, বাবু খান, সিইও, প্রিমিয়াম সুপারমার্কেট, ইত্যাদি গার্ডেন এন্ড রেষ্টুরেন্ট, আব্দুর রহিম হাওলাদার, কভিড হিরো, আকাশ রহমান ও ইশা রহমান, ডাইরেক্টর, আশা হোম কেয়ার, ইঞ্জিঃ মোহাম্মদ এ. খালেক, মোঃ বেলাল চৌধুরী, প্রেসিডেন্ট, ফোর ষ্টার ইমপোর্ট এন্ড ড্রিট্রিভিউশন, নুুরুল আমিন বাবু, সিইও, ট্রাই ষ্টেট রিয়েলিটি মোহাম্মদ এ কাশেম, ক্রেডিট স্পেশালিষ্ট, কোর ক্রেডিট রিপেয়ার, আহসান হাবিব, কমিউনিটি এক্টিভিষ্ট, আবদুর রশিদ বাবু, কমিউনিটি এক্টিভিষ্ট, নবাব্ন রেষ্টুরেন্ট, শামসুন নাহার নিম্মি, উপস্থাপিকা, শারমিন সিরাজ সোনিয়া, উপস্থাপিকা, সাদিয়া খন্দকার, উপস্থাপিকা, শাহ জে. চৌধুরী, কভিড হিরো শিহাব উদ্দিন সাগর, কভিড হিরো, আফজাল হোসেন, সংগীত শিল্পী, নাফিসা আহমেদ, ল শিক্ষার্থী, কনক চাঁপা, সংগীত শিল্পী, আবদুর নূর সজল, অভিনেতা ও মাজেদ ডিজাইর ফ্যাশন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)